সম্ভাবনার কাছাকাছি
আল আমিন চৌধুরী স্বপন


অসম্ভাবনার মাঝে দাঁড়িয়ে সম্ভাবনার পথ খুঁজছি, আমার তো হারানোর ভয় নাই, আছে না পাওয়ার অস্থিরতা ! ঠিক, গানম্যান'র সামনে দাঁরিয়ে এখনও আমি মোকাবেলা করার প্রস্তুতি নিতে পারিনি।   তাই সময় ক্ষেপনের বাহানা করছি। জীবন থেমে থাকবে না, সময়ের সাথে সাথে চলে যাবে, ফিরতে হবে লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট গন্তব্য পথে। বেহুশের দলে যারা, তারা পথ পাবে না। দৃশ্যমান যা দেখছি তা স্থায়ি হবে না। ভাল কিছুর জন্য ধর্য্য ধরি, অপেক্ষা করি, শেষ-মেশ  একাগ্রতাই সফলতার দার উন্মুক্ত করে দিবে বৈ কি ! যতদিন লেন-দেন বাকি ততদিন থাকবে আশা-যাওয়া। এই প্থ  দীর্ঘপথ কেউ শত্রু, কেউ মিত্র, কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ কাছে পাই। কত পাহাড়-পর্বত ভেঙ্গে পথ হয়, কত সুসজ্জিত নগরী তছ্‌নছ্‌ হয়ে মাটীর সাথে মিশে   যায়। তবুও আশা করি, স্বপ্নবুনি, ঘুরে দাঁড়াবার চেষ্টা করি। তিব্র প্রতিযোগিতায় কেউ হারি কেউ  জিতে যাই, এটাই ক্রিড়া, হার-জিতের খেলা। এ খেলা ফুটবল বা ক্রিকেট খেলা নয়, এটা মানুষ  নিয়ে খেলা। খেলার ছলে চালে ভূল করে যারা, তারই হেরে যায়। মিলে-মিশে থাকলে আবার কিসের হার-জিত ? এসো না, প্রত্যাশাটা পূরণ করি। আমরা তো সম্ভাবনার খুব কাছাকাছি, সকাল হতে আর দেরী নাই। এবার এক কাতারে সবাই দাঁড়িয়ে যাই আর হাতে হাত রেখে মুখে বলি শুভসকাল।