দুইটা কথা টাকা আর কবিতা


আল আমিন চৌধুরী স্বপন


যা বেটা যা, যাস না, আর বিরক্ত করিস না। তোর দ্বারা কিছু হবার না। তোর সম্বন্ধে আমার জানা হয়ে গেছে। দেখ, বেশী কথা বলিস না, খুব খারাপ হবে কিন্তু! পিঠা-পিঠি দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগরা। দেখ, আমি শেষ বারের মত বলছি, আমার সাথে বেশী বাড়াবাড়ি করিস না। তুই তো গুরু মারা শিষ্য, জীবনেও গুরু হতে পারবি না। তুই তো কবিতা লিখিস, এই কবিতা তোরে ভাত দিবে না। শেষ পর্যন্ত ভাতে মরবি। আর তুই, টাকা টাকা করতে করতে দিন-রাত এক করে দিচ্ছিস। লাভ-ক্ষতির হিসাব করে করেই তোর জীবন যাবে। হয় তো সুখে থাকবি, কিন্তু শেষ পর্যন্ত তোর বলতে কিছুই থাকবে না। মনে রাখিস, আমি একটা কবিতা খুচ্ছি। যদি পেয়ে যাই, তাহলে সেই কবিতার আলোতে আমি বার বার মানুষের কাছা কাছি থাকবো। মনে রাখিস, টাকার কাম মুখে সারে না। টাকা থাকলে কি না পাওয়া যায়, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। দেখনা চেয়ে চারিদিক,টাকায় কি না হয়। ঠিক আছে তোর টাকা নিয়ে তুই থাক, আমি আমার কবিতা নিয়ে থাকি।
যদি প্রশ্ন করা হয়, টাকা চাস না কবিতা চাস?
উত্তরটা টাকাই হবে। তারপরও আমি কবিতাকেই ভালবাসবো। মনে রাখিস, ছিড়া কাথায় শীত মানে না। তাই ভিতরে মাল না থাকলে কাম হবে না। কেউ পাইয়া খুশি কেউ না পাইয়া দুখি। এমনি করেই চলবে। তুই ডানে যা আমি বা'য়ে যাই। ভাইয়ে ভাইয়ে আলাদা হওয়ায় অনেকেই খুশি।