সংযোগ বিচ্ছিন্ন
আল আমিন চৌধুরী স্বপন


বন্ধ সংযোগটা চালু করুন, আর চালু লাইনটা বন্ধ করুন
পৃথিবীর কেউ না কেউ এখন অন লাইনে আছে।
সময় এখন তাই বলে দিচ্ছে।
আপনার স্টেটাসে কেউ লাইক দিচ্ছে না!
লিখার ধরণটা পাল্টাতে হবে, না হয় নীজের মনটাকে রিচার্জ করুন,নইলে সংযোগ দেওয়া সম্ভব না।
আপনার অফ লাইনটা ভাল ছিল, এখন যা আছে তা ভাইরাস আক্রান্ত,আপনি এন্টি-ভাইরাস অপশন ডাউন লোড করুন!
ফেইসটা মলিন হয়ে যাচ্ছে, স্ক্রিন টাচ আর কাজ করছে না।
নেট-ওয়ার্কও বিরক্তিকর, তরংগ নেই, কারও কথা শুনি না,
কেউ আমার কথা শুনে না। কমন্ট্রোল, এন্টার ডিলিট হয়ে
ডি-ফল্ট ফাইল খুজে পাচ্ছি না, এনালোক জীবন, চারিদিকে শূণ্যতা,তার কাটা ফোন, সংযোগ বিছিন্ন, মানুষ আছে তবুও চোখে দেখি না। তবে কি বেচে থেকেও আমি নেই।  


© ঐ ২৫/১২/২০১৬