প্রিয় ইছামতি
আল আমিন চৌধুরী স্বপন


আমার ভালবাসার ছবি-
আমারা ছোট্ট বেলার নদী
আমার প্রিয় ইছামতি!
ওরে-ও ইছামতি-
তোর জলের ছলে ঢেউ তুলেছে
থমকে আছে আমার-আমি,
আমি, যখন-তখন মন পবনে-
তোর স্মৃতির টানে সাঁতার কাটি।
আমি তোর জলে ভাসী,ভাটিয়ালী-
ডুব্‌ সাঁতারে মীন ধরেছি।
ডানকিনা মাছ চুনোপটি
চোখের সামনে নড়ানড়ি,
আমার মনের ঘোরে টুন বেঁধেছি।
তুই আমার এতো কাছে-
এক নজরে এপার-ওপার
সুধাই তরে,
হায়রে আমার ইছামতি-
বুঝি না তোর মতি-গতি,
তুই ত নদী প্রানহীন এখন
নাই কো স্রোত নাই তরঙ্গ।
ওরে আমার ইছামতি-
তোকে নিয়ে ভাবছি সবাই,
তোর বদ্ধমুখে কেমন করে-
ঢেউ বাড়াই।
তোর শীতল জলে পরশ পেয়ে-
মুখ দেখি তোর আয়না জলে,
বড় আশা এই মনেতে-
আবার যেন তোল-পাড় উঠে
ইছামতি'র জল প্রবাহে।