স্বপ্নীল
আল আমিন চৌধুরী স্বপন


ভাল লেগেছিল বলেই সেদিন চোখে চোখ রেখে ইশারা দিয়েছিলাম,  
আমার ভাল লাগা থেকে ভালবাসা দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি।  
কিন্তু ইচ্ছেটা পূরন হয়নি। দীর্ঘকাল স্বযত্নে রেখেছি মানস পটে।  
পরিত্যাক্ত্ব ভালবাসার চড়ে একাকী কাটিয়েছি দীর্ঘকাল,
ভাবনাগুলি ডাল ভেঙ্গে পরেছিল এতকাল, পাতাঝরা বৃক্ষ খর্বখরায়
নিস্তেজ হয়ে খসখসা জীবন নিয়ে কোন ভাবে বেঁচে ছিল ইচ্ছেটা।


ঠিক তোমার আগমনে শীতের শেষে বসন্তে আসলো ফাগুনের জোঁয়ার,  
সবুজ স্বজীবতায় ভরে উঠলো, ফুল ফুটলো, শিশিরে পা ভিঁজিয়ে-
আমি এগিয়ে আসলাম, তুমি সারা দিলে। আমি নড়েচড়ে বসলাম।
পাখিরা উড়ে এসে ডানা গুটিয়ে নিরবে বসলো, আমি ফিরে পেলাম-
সেই হারিয়ে যাওয়া ইচ্ছেটা।


ভাবনাগুলি জীবন ফিরে পেলো, একটা উষ্ণতা বয়ে গেলো,
শুধু তোমাকে নিয়েই এখন এত সব স্বপ্নীল ভাবনা,
কি যে দারুন লাগছে মনে, এ জীবন যতদূর যাই যাক না,
আমি আর ফিরবো না।
আমার মনের মত করে আমি সাঁজিয়েছি মোহ মন
ফাগুনের আগমনে একমাত্র তুমিই-
আমার অতিথি মহান।