থাকবো না
আল আমিন চৌধুরী স্বপন


জীবনের সমস্ত বসন্ত গুলি তিলে তিলে নিঃশেষ করে দিলাম ধুসর এই মরুভূমির দেশে।
সব আছে, শুধু নেই ভালবাসা। যা পেয়েছি, সেটাই আমার নিয়তি। আর যা পাইনি, তা খুঁজছি অবিরত.......!


শতবার ভালবাসা দিয়ে ডেকেছ আমায়, আমি সারা দিইনি বলে কষ্টের অনুভূতি বার
বার কষ্ট দেয়।
জীবন থেমে থাকবে না, পাখির পালকের মত ঝরে পরবে।
তেমনি হয় তো আমিও থাকবো না, ঝরে যাবো মনের অজান্তে।