কবি> চন চলো মন বুঝিবে কখোন
ছুটিয়া চলিছো থামি বে কখোন
মন> যায়বো আমি এথা হতে ওথা
থামিতে পারিবেনা আমি মোন
যায়বো আমি আর্গরা কিমবা  আমেদাবাদ
বান্ধিতে পারিবেনা আমি মন তমার
কবি> এথা হতে ওথা যাও ঘুরিয়া বেরাও একা
ইছহা কি সেস হোইবেনা তমার তুমি মন একা
মন> সুনিনা আমি কাহোর কথা আমার নেই কোনো আকার
কোরিতে পারি অনেক কিছু আমি মন তোমার !