জীবনে চলার পথে হয়েছে কত অবক্ষয় তবুও আশায় আছি হবে নিশ্চয় কঠিন সাধনার এক পরম জয়,
আমি পথ ভুলেছি আমি হয়েছি দিশাহারা জগতের মাঝে নিজেকে টিকিয়ে রেখেছে যত হোকনা আজ এই মন মরা,
স্বপ্ন তো আর কোনো বাধা মানে না
আশা ভরা জীবন কোন হতাশায় কাটেনা
জানি যেতে হবে বহুদূর
পারবে না রুখতে আমায় কোন অসুর
চেতনা জাগ্রত হয়েছে পারব না এ কথা আমি মানি না,
না হয় জয় হলো
বা না হয় পেলাম একটু ব্যথা
চলার পথে শিখব আমি
হয়তো এই ভাবেই হবে পূর্ণ  
মনের গোপন সব আশা।
                          মোঃ সালেম সেখ