আমার জীবন অবসানে তোমায় তো এইটুকুই চেয়েছিলাম,


হীনমন্যতা হৃদয়ে পরে আছে ধূধূর প্রাঙ্গণ
ওপারে দেখা যায় কতো কতো পাহাড়ের সারি
দূর্বা ঘাসে ভরেছে আমার নীরব প্রাঙ্গণ..
সেথায় সবুজে গঙ্গা ফড়িং গঙ্গা ফেলে
মেলেছে তাদের ডানা..


সে যে সুন্দর, সত্যিই সুন্দর!
এসো না আমার কাছে..!


হীনমন্যতা হৃদয়ে পরে আছে একটি মাটির কুটির
পশ্চিম জানালার শিকের পরে
শোভা পায় উজ্জ্বল শীতের রোদ
দাওয়ার ওপারে পেয়ারা গাছটির শীতল ছায়ায়
ফুটেছে তোমারই প্রিয় ফুল,
বনফুল!


সে যে সুন্দর, সত্যিই সুন্দর!
এসো না আমার কাছে..!


হীনমন্যতা হৃদয়ে বয়ে চলে যায় খর স্রোতের নদী
রামধনু রঙ ফোটা তাতে রঙিন করে জল
জোৎস্না তিমিরে সাজে সে রোজ শত আভরণে
উজ্জ্বল হয়ে উঠবে আমার হৃদয়
ডিঙার মাঝে ভেসে চলে যায় আমার সাজানো শব!
নিঃশব্দ শব্দে,
কারুকার্য অন্ধকারে,
সহস্র লক্ষ বছর ধরে!


সে যে সুন্দর, সত্যিই সুন্দর!
এসো না আমার কাছে..!


আমার জীবন অবসানে তোমায় তো এইটুকুই চেয়েছিলাম।