বন্দিনী তুই কিশোরী..
শ্বাস নিবি কোথায়?
শিকলী আজ তুই কোন পশুর বিছানায়?
কোথায় তোর রাজপুত্র?
ঝলসানো সেই তলোয়ারী?
শুনবে কে তোর কান্না?
হবে দৃঢ় প্রতিবাদী?


বন্দিনী তুই কিশোরী..
বাড়ি ফিরবি কোন রাস্তায়?
সমাজ বিকোবে তোকে
কোনো চোরা বাজারে সস্তায়..


আলো হাওয়া দূষিত বাড়ছে নখের দাগ..
পশুরা আজও ক্ষুধিত
তবু সময় কেটে যায়
দাঁতে চেপে দাঁত যন্ত্রণায়..
রক্ততুলি স্পর্শে সময়
লিখছে তোর বর্ণপরিচয়।।