সুন্দরতার প্রতিকৃতি বিচিত্র সে মায়া ,
আঁধারতায় আলোর দিশা অপূর্ব তার ছায়া ।


পুরুষ তার নখদর্পণে উলটপুরান সব ,
ভালোবাসার স্মৃতিগুলোয় কল্লোলিনীর রব ।


ধরনী যার পদানত রত্নাকরের রত্নে ,
সেই যে নারী বিষয়-বিভোর ভালোবাসার যত্নে ।


পদ্ম যেমন পঙ্কজেতে মানিয়ে নিজ ঘর ,
সৃষ্টির সেই শ্রষ্ঠাও তাই দিয়েছে এমন বর ।


নুতন কিছু নবীনতা নতুনত্বের ছোঁয়া ,
মানিয়ে নেওয়ার ক্ষমতাতেই মানবতার ছায়া।


নারী নয়কো পদানত পুরুষের পদতলে ,
যুগান্তরের প্রতিকৃতি নারীর ওই বাহুবলে ।।