স্বপ্ন যখন ভেঙ্গে চুরমার, গহীন অন্ধকারে,
তুষার শীতল জীর্ণ দুয়ার, রুদ্ধ কারাগারে,
কান্নার রোল উঠছে ওই, বাঁচার আর্তনাদে,
যুদ্ধের ময়দান, বারুদের গন্ধ, বিস্তির্ণ জনপদে ।


"দেশ" সে তো দশের জন্য, যদি না থাকে তারা,
কাদের লাগি ঝরায়ে প্রাণ, হইয়া আত্মহারা,
প্রিয়জনের সেই আত্মবলিদান, হবে নাকো ব্যার্থ,
আসবে সুদিন আসবেই ফিরে ,যুগান্তরের এই শর্ত ।


"যুদ্ধ" সে তো সমাধান নয়, মানবতার ক্ষতি ছাড়া ,
মানুষ মানুষের রক্তপিপাসু, রক্তখেলায় মাতোয়ারা,
স্রষ্ঠার সৃষ্টি লুন্ঠিত আজ, কালের করাল গ্রাসে ,
মানুষের রক্ত মানবতার বুকে, দেখে স্রষ্ঠাও হাসে।।