সবুজ-শ্যামল বন-বনানীর
     ওপারে আছে অাকাশ,
          তার অপূর্ব সৌন্দর্য করেছে,  
                         মুগ্ধ বারো মাস ।


মন মাতাল করা
     প্রকৃতি মুক্ত বাতাস
             হেলে-দুলে বয়ে চলেছে
                   আকাশের নীচে বারো মাস ।


সবুজ-শ্যামল বন-বনানীর
     ওপারে আছে অাকাশ,
          তারপর আরো দেখি;
এঁকে-বেঁকে চলছে,
              ছোট-ছোট নদ-নদী ।
তার পাশে বিস্তৃীন সবুজ ধানক্ষেত
     দৃষ্টিনন্দন সৃষ্টিতে
           বাহারি রূপ আর রংঙে
                       অপূর্ব সেজেছে প্রকৃতি ।


আকাশের দিকে চেয়ে দেখে থাকি,
ঝাঁকে ঝাঁকে পাখি ;
     এদিক থেকে সেদিক
          মুক্ত বিহঙ্গে তাদের উড়া-উড়ি ।
               নিরুদ্দেশে সবুজ ধানক্ষেত দিচ্ছে পাড়ি ।


স্বপ্ন দুটি আঁখি
     বিমোহিত প্রাণে
           স্বপ্নে  আঁকা-আঁকি ।
সকল হৃদয় মাঝে,
      প্রকৃতি ছড়িয়েছে মিতালি ।
সুজলা-সুফলা সবুজ-শ্যামল ,
              আমার জন্মভূমি ।