তোমার গায়ে লেগে আছে আমার ঘ্রাণ
যুগলবন্দী দুজন দুজনের
নেত্রদ্বয় কাছাকাছি
সত‍্য জানলে অভিশাপ দিবে জানি।
বুকে আমার দারুণ জ্বালা চৈত্রের খরা
পিপাসায় যেন হৃদপিণ্ড মরুভূমি।


স্বপ্ন দেখি সত‍্য তোমাকে নিয়েই
তবু তবু কষ্টের অনলে জ্বলছি
ভুলতে গিয়ে আরো কাছে গভীরে
আমি অজান্তেই হারিয়ে যাচ্ছি।


সবকিছু ভুলতে নেই ভুলার চেষ্টা বৃথা
সেই যে কবে সবটুকু মনে নেই আজ
তবু মোচড় দিয়ে উঠে বুকে ভিতর,
সমস্ত রক্ত মাংস চুষে খাবে এমনটাই
হয় ;যখন অজান্তেই নেচে যায় সে।


কখনো কারণে কখনোবা অকারণে
আমার তো জানাই নেই, মনে ও নেই
অসস্পষ্ট আবছা তোমার ঘ্রাণ গায়ে
ভালবাসি তোমায় এটাই আমি মানি।


তবে কেন আজ অণুজীবের মত
আক্রমণ করে যায় হৃদয়ে ভিতরে
নিশ্বাস আর বিশ্বাসে কষ্টের ডানা
জোনাকীর মত আলো ছড়িয়ে যায়
একান্তে খুব গোপনে শিরায় উপশিরায়।