কথা ছিল কিন্তু কোন কালেই হলো না বলা
তোমার সাথে ভুল সম্পর্কে শেষটা
বৃষ্টির জলের মত হারিয়ে গেল
কিছুটা জল নদীতে মিশে কিছুটা মাটি শুষে,
ঠিক স্মৃতির পাতায় তেমনটা আছে।


ছিলে তুমি কিংবা এখনো আছ গহীনে
হৃদপিণ্ডের শব্দের মত হয়তবা
শব্দ হয় কিন্তু শোন যায় না।


আমার সব সম্পর্কে ই ভুলের দিকে
মোড় নিয়েছে নিজেরই অজান্তে,
অনেকটা যেন খালি পায়ে পিচ্ছিল পথে
গন্তব্যহীন এক যাত্রায় আমি আছি।


আমি মৃত্যু কে ভয় পাই
আধারে একা থাকতে কষ্ট পাই
জীবন আমার চাই না
মরণ আমার কাম‍্য না।


আমি বেশ ভালই আছি
তবে নিয়মিত হতাশায় ভুগি।
রোগে শোকে ঈশ্বরকে ডাকি।
আমি ঈশ্বর বিশ্বাসী
তবে ঈশ্বর কে নিয়ে ঠাট্টা তামশা করি
তিনি যেন আমায় নীলকন্টি বানালেন।
ভুল সময়ে তুমি
আর ভুল সম্পর্কে আমি
পরীক্ষা প্রশ্ন আমার হাতে
ঈশ্বর আমি পরীক্ষায় দেব না
পরীক্ষার খাতা কাটা হবে না
এই হোক শেষ নিয়তি।।