ইট পাথরের অট্টলিকার শহরে
ক্ষুধার্ত মানুষ রাস্তায়,
দুচোখে কেবল হতাশায়
একে অন্যের সাথে প্রতারণায়
নিত্য নতুন ধান্দায়
দিন কাটিয়ে যায়
এই বাংলায়।


এরই নাম যদি হয় স্বাধীনতা
ভাত দে হারামজাদা
মানচিত্র তোর চিবিয়ে খাব
কথাটা কিন্তু ভুল ছিল না।


এ কেমন বাঙালি বীরের জাতি
মন্দির মসজিদে দিতে হয় তালা
চুরির ভয়ে খাবারের থালা
লুকিয়ে রাখাই যেন স্বাভাবিকতা।


আমরা আছি আমরা থাকবো
এই শ্লোগানি হানাহানি মারামারি
রক্তাক্ত করা ছাড়া একে অন্যকে
যেন নেই কোন আর কোন কর্ম।


শহীদেরা কী এই স্বপ্ন দেখেছিল
রাজপথে রক্ত দিয়েছিল
ধর্ষিতা নারীর কষ্টের কান্না
প্রজন্ম তুমি হয়তো শোনোনি।


তাইতো তুমি হয়তো ভাবো
মেধাই তুমি সর্বশ্রেষ্ঠ
তোমার যোগ্য সম্মান
এ রাষ্ট্র দেয় না।


কিন্তু তোমার নিশ্চুপ নীরবতা
বীরের  জাতির ধ্বংসের পতন।