প্রিয় স্বদেশ, কেমন আছো তুমি?
তোমার অঙ্গন ভরেছে
মন্দির,মসজিদ, গির্জায়
মনুষ্যত্ব হারিয়ে।


মসজিদ, মন্দির ,গির্জায়
ভক্ত আছে- মানুষ কোথায়।


এ কেমন স্রষ্টার আরাধনা
মসজিদে যায় যদি গীতা
মন্দিরে যায়  কোরআন
গির্জায় যদি যায় ত্রিপিটক
হয় ধর্মের অবমাননা
রক্তাক্ত হয় জীবন।


ঈশ্বর তুমিতো নও নিষ্ঠুর
তোমার ভক্ত কেন এত নিষ্ঠুর
ধর্মের নামে করে হানাহানি
করে মারামারি, রক্তাক্ত জীবন।


স্বদেশ আমি জানি তুমি কষ্টে আছ
এদেশের মানুষ প্রচন্ড ভন্ড
তাদের মসজিদ মন্দির গির্জায়
বিত্তবান আর ক্ষমতাবান
সুযোগ পাই বক্তব্যের
অসহায় দাঁড়িয়ে থাকে
মসজিদ মন্দির গির্জার  দরজায়।


এরা তোমারে নামে করে রাজনীতি
হিংসার বিদ্বেষ ক্ষমতার লড়াইয়ে
ধর্মীয় বিভাজন মারাত্মক হাতিয়ার।


অসহায় কেবল নীরবে
ডাকে তোমায় অশ্রু জলে।


এরা রাস্তাঘাট বন্ধ করে
মিছিল সমাবেশ করে
বাদ্যযন্ত্রের তালে তালে
তোমার নাম বিক্রি করে
ছলে বলে কৌশলে
অর্থ উপার্জনের ধান্দায় থাকে।


ঈশ্বর তুমি ক্ষমা করো আমাদের
আমরা অসহায় নিরুপায়
আমরা আশ্রয় চাই
তোমার কাছে করুনাময়।


হে আমার প্রভু রক্ষা কর মোদের
মন্দির মসজিদ গির্জা চাইনা
চাই ঈশ্বর ভক্ত নিরহংকারী মানব সম্প্রদায়।