মাঝে মাঝে নিজেই নিজেকে
প্রশ্ন করি?  কেমন আছি
এইতো চলছে ঠিকঠাক;ভাল আছি।
সত্যি কি তাই,ভুলে যায়
প্রেম -অনুভূতি- ভালোবাসার অধিকার
মধ‍্যবিত্ত সমাজের সন্তানের থাকে না।
অভিনীত জীবনের আয়োজনে
প্রয়োজন পূরণে দিন চলে যায়।
স্বপ্ন তাদের চোখের কোণায়
অশ্রু হয়ে গড়িয়ে শুকিয়ে যায়।
অনুভূতি থাকা তাদের মানায় না
পিতামাতার স্বপ্নে তাদের জীবন বাধা,
জন্ম দিয়েছে লালন করছে কষ্ট করে
সমাজের চোখে বড় হতে হবে
লোকে কী বলবে তাই ভাবতে হবে,
মধ‍্যবিত্ত সমাজে  ভাল থাকা
নিজের সাথে নিজের অভিনয় করা