(মা শুধু তোমার জন্য)
................................................
জেগে থাকা হাজার ভালোবাসায়
খোকন সোনা তাকিয়ে আছে দূরে
কেউ দেখেনি কেউ জানে না
কিসের ব্যথায় কাঁদছে খোকা।
বেঁচে থাকার প্রতিটি ক্ষণ
তার মায়ের কাছে অনেক ঋণী
আজ যে সে অনেক বড় হয়ে গেছে,
তবু সে মাযের কাছে খোকন সোনা
সে কথা তো আর কেউ বলে না।
মাযের কোলে মাথা রাখা
আজ অনেক বেশি টানে ,
দিন ফুরোলেই মায়ের কাছে
ঝাঁপিয়ে প’ড়ে বলবে গলা ধরে,
মাগো আমি তোমার খোকন সোনা
হাজার ভালোবাসার মাঝে কেবল
খুজি তোমার গন্ধ মাখা ভালোবাসা।