দেহের কোথায় ক্বলব তোমার
তাকে আগে চিন,
সে স্থানে আছেন প্রভূ
ওহে নিভৃতে জেনো।


সর্বশক্তিমানের যায়গা সর্বশ্রেষ্ঠে
এটাই স্বাভাবিক,
তবু কেন গয়া কাশী বৃন্দাবন
ঘুরছ দিগ্বিদিক।


যিনি থাকেন ব্রহ্মাদারে
তাঁর কিসের আসা যাওয়া,
সুলতানে নাসিরায় রাখো খেয়াল
সবকিছুই হবে পাওয়া।


এই দেহেতে ছয় মদীনা
এই দেহেতে কাবা,
নিজের ভেতর তাকিয়ে দেখ
প্রভূকে সেথা পাবা।