এই ধানক্ষেত প্রিয় আলপথ
এখন আর টানেনা কাছে
পাশাপাশি জেগে রয়
অঘ্রাণে মাখা আদুরী ধান
আর খেড়ের গন্ধ।
মা মাটি আমার
খাঁটি শৈশব খেলে গোল্লাছুট
দাঁড়িয়ে দেখি বিকেলের
দাঁড়িয়াবান্দা মইল্লা খেলার হৈ হুল্লোড়!
এই ধানক্ষেত প্রিয় আলপথ
শিশিরে ভেজা ঘাস
কোথায় হারালো উর্বরা হাসি
একনিষ্ট কৃষকের শ্রেষ্ট চাষ।
কত না যন্ত্র হলো আবিষ্কার
হলোনা আধুনিক কৃষকের জীবন
মহাজন আসে মহাজন যায়
জানেনা কৃষক এ কেমন বিয়োজন।
মাঠের বুকেতে পোড়া গন্ধ
ঘাসের বুকেতে বিষ
মাটির পরানে সাত সতের
শোকের চাদরে ফিসফিস।
এই ধানক্ষেত প্রিয় আলপথ
অবাক চেয়ে রয়
দিন যায় যত
ততোই মাটিতে করে ভর
হাইব্রীড ভয়!!!!