আমারদেশের আলো বাতাস আমারকাছে প্রিয়, যতোই ভেজাল থাকুক রে ভাই সেথায় মাটি দিও। আমারভাষা আমারকাছে আমার বুকেরধন, এইভাষাতেই সুখের তৃষা কাটে সুখের মন।
আমার কাছে সবছেয়ে আপন আমার পতাকা,
যে যাই বলো যাই আসেনা তাতেই জীবন আঁকা। রাখবো আমি শপথ নিলাম এই পতাকার মান,
রক্ত দিয়ে যা কিনেছি তাতেই আমার প্রাণ।
আমার দেশের গানের বহর কোথাও পাবেনা,
যেথায় যাবে তাড়া খাবে মা যে রবে না।
নিজ কে ছেড়ে পরদেশে ফুটাও যতো বুলি,
মন পবনে অসুখ বাসা ওরে বোকা ওলি।
আমার দেশের মেঠো পথে থাকনা কাঁটা ঝাঁটা,
ধীরে ধীরে করবো রে সাফ আসুক জোয়ার ভাটা। শকুন ভয়ে গরু যদি পালিয়ে দুরে যেতো,
আজ শকুনের নিপাত কেন একটু আমায় কতো। পরান ভরে ডাকিরে মা সোনা বন্ধের গান,
মুড়ি মুড়কী পুলি পিঠা নবান্নেরী ধান।
বাংলা কোলে দরদ পিয়ে বিদেশী গান গায়,
শকুন সে তো আসে না যেন আমার বাংলা ঠাঁয়। ভালো মন্দে আছি ভালো বেশতো ভালো আছি, তবুও তো মাকে দেখে প্রতিক্ষনে বাঁচি।