আমার দেশে আগুন কেন
মায়ের কেশে কিসের তাপে
জ্বলছে স্বদেশ।
কারা জ্বালায় কে বা পোড়ায়
আমার গৃহ অহরহ
রক্ত লালা কে ছিটায়ে
ছন্ধ বিলায় দ্বন্ধদ্রোহ
শরীর পোড়ায় দূর্বিষহ।
কফির মগে মদের বিলাস
কে দিয়ে যায় দুধে বিনাশ।
এ দেশ আমার
এ দেশ তোমার
মানবতার শেষ্ঠ স্বদেশ
কারা কাঁদায়
অনল ছড়ায়
বলতে পারো টিকটিকি সব।
তোমরা কিসের ঘাস কাটোগো
অস্ত্র হাতে বাঁশ কাটোগো।
কেন জলে ভাসছে শিশু
বৃদ্ধ যুবা অনাথ যীশু।
আমার ঘরে আগুন কেন
জবাব ছাড়া নবাব তুমি
বলতে হবে।
আমার কাছে
মাটির কাছে
ইতিহাসের চাবুক গুলো
শপাং শপাং
জবাব নেবে
অভাব বোধের স্বভাব দোষে।।
আমার দেশে আগুন কেন
আগুন পাহাড় আগুন আহার
বাজার মাজার সব খানেতে
তোষের আগুন!
ঘুষের আগুন!
অফিস পাড়া ধর্মালয়ে
জ্বলছে আগুন কিসের মোহে?
আমার দেশে আগুন কেন
জলে আগুন, ফুলে আগুন
মনে আগুন, দেহে আগুন
জিবের ডগায় চোখের নালায়
আগুন আগুন ফুঁসছে শুধু।
দহন তাপে মরন রোগে
মরছে যারা
অসহায় আর ছন্নছাড়া।।
আমার দেশে আগুন কেন
ভাত আর মাছে
সব্জি চাষে
ব্যাংক বিনাশে
আগুন আগুন খেলছে খেলা
যাচ্ছে পোড়ে এপিঠ ওপিঠ
দিবা নিশি প্রভাত বেলা।।