বিজয় এলো বিজয় এলো
নাচছে খোকা খোকি
মেলায় যাবে দেখবে খেলা
করছে চোখাচোখি।
খোকা বলে খুকি তুই
কিনবে কিরে  বল
খুকি বলে কিনব আমি
বেলুন পুতুল ফল।
তুই কিনবি কি কি
বলনা আমায় ভাই,
শুনি তোর চাহিদাটা
স্বর্ণ নাকি ছাই।


ফুল কিনবো ঢোল কিনব
কিনব দুনিয়া,
কত কিছু কিনবো আমি
হাত গুনিয়া।
আসার সময় তোরে দিবো
একটা পুরুষ্কার,
কি দিবি বল বলনা আমায়
তাকি চমৎকার?
পতাকাটা কিনে দেবো
চোট্ট খুকির হাতে,
হাত ওড়ায়ে মন পাড়ায়ে
ছুটবি দিনে রাতে।
পতাকা কি যায়রেে কিনা
ওরে ভাই খোকা?
রক্ত প্রাণে এনেছি যা
টাকায় কিনে বোকা।
খুকির কথা শুনে খোকা
গালে দেয় যে হাত,
সত্যিইতো খুকির কথা
নয়তো পাঁচ সাত।।