হঠাৎ করেই হারিয়ে যাবো
উড়ে যাবো নিকোটিনের
ধোয়ার মতো
শরতের কুয়ার মতো
রয়ে যাবো কংশের ঘাসে
যদি আসো ভালোবেসো
নদী ও তার স্রোত ।
জলের কাছে বলে যাবো
খুঁজেছি তোমায়
সুরমা সুমেশ্বরী থেকে বুড়িগঙ্গা
তারপর যত নদী গেছে
যতো গাছ আছে
বাংলার সীমানায় ।
হঠাৎ করেই হারিয়ে যাবো
কোন এক বিকেলী মায়ায়
ভেসে যাবে কানে কানে
ঝরা ফুলের সংবাদ
অপবাধ অপরাধ ক্ষমা করো বন্ধু
আমি তো মাটির মানুষ
মাটিরো ও আছে কত খাঁদ।।
২৫/১০/২০১৭
দুধবহর,সুনামগঞ্জ।