:::
আত্মহত্যা করে লাভ কি বলো
এসো তালাক দেই
গোলাপ গন্ধরাজ হাস্না হেনা কে।
এসো তালাক দেই
অন্ধগলির মহাজন কে
ভেসে আসা হেসে ভাসানো এক গভীর তৃপ্তি কে ।
রাগ করে লাভ নেই
এসো
তালাক দিতে শিখি
কুত্যা হায়েনাকে ।
বিলাসী মসনদকে
তুল তুলে রসে ভরা কামিনীর স্তন
কালের ভালোবাসা আর ফুলে ফেঁপে উঠা ঠোঁট কে।
আবেগে কেঁদে লাভ নেই এসো তালাক দিতে শিখি লোকদেখানো সুখ কে
চোখ মাখানো পণ্য কে ।
বৃথা মরে গিয়ে লাভ কি বলো
এসো তালাক দিতে শিখি ভদ্রবেশী জানোয়ার
শুয়োর কে
আর হাসতে হাসতে বলি কুৎত্যার বাচ্ছা
যে মুখে বলি সে মুখেই প্রয়োজনে পাগলা কুকুর কে কামড়াবো
কামড়াতে পারি ।
আমরা শেরেবাংলা তীতুমির তোতা মিয়া ফজলুল হক সেলবরষী কাজী নজরুল ইসলাম।
আমরা বাঙ্গালী বাঘের মাংস খেয়ে হায়েনা তাড়িয়ে কুমির ক্ষুয়ে ব্রিটিস মেরে অনেক অভ্যাস আছে ।
আমরা ঘুম প্রিয় জাতি
যদি জাগি আর ঘুমাই না ।
আত্মহত্যা করে লাভ কি বলো এসো তালাক দেই ঘোলা জল আর মরা নদীর বুকে জারজের চর।।