তোমাদের নগরীতে বেশি নাকি মোটালোক শুধু রাস্তাটার বেহালদশা,
তোমাদের ঘরেতে অনেক ডাক্তার
ভয় পেয়োনা এডি সমশা।
তোমাদের চোখ গুলো
কি দারুণ দেখতে
আহারে বুক গুলো
শোকেভাসে লিখতে।
তোমাদের বাড়ি ঘর আতর আগর
কোথা থেকে হয় বলো জিনের আসর।
তোমাদের সন্তান গলা ছেড়ে গায় গান
প্রচারে বাপকাবেটা,
শিয়ালের গলাটা না পাকা কলাটা
করো জুতাপেটা।
তোমাদের টাকা কাকা ভরা নাকি ব্যাংকে
মরা লাশ জেতা হয় কথারি টাংকে।
তোমাদের নগরে বাড়ি গাড়ি ভরা ভাই
সহজ আর সরলে খায়না কি চুলো ছাই।
তোমাদের মাথা গুলো মা ছাড়া সন্তান
বাপ ছিলো কবে বলো জারজী শয়তান।
তোমাদের কবরে কত শত সাজানো
ইশ্বর ওকিনেছো মনে হয় পাতানো।
তোমাদের লাজ নেই বলে গেলো কুকুরে
ছাতা পাতা ব্যাঙ ডাকে জীবনের দুপুরে।।