১২ সেপ্টেম্বর 2017
........
কল্পরশ্মি শেষ রাতের লঞ্চটি এখন আর ধর্মপাশা আসেনা
কিন্তু তুমি এসে গেছো কয়েকদিন আগেই
আগের মতো নয় একটু অন্যরকম
হাতে নেই শাখা সিুঁদুর
মনে নেই জলের গান
কানে নেই জলের শব্দ।


সময়ের বিড়ম্বনায় শুনেছি আকাশের তারারা নিষেদ করেছে
চাঁদ ও তারা দেখতে
পাপের পাহাড়ে উল্কা খসে দেবে
সন্ধ্যা জোনাই ও পাশে আসে না
হাসেনা সুহৃদের চটপটি ফোস্কা


কল্পরশ্মি শেষ রাতের লঞ্চটি এখন আর ধর্মপাশা আসেনা
মধুপুর ঘাটেই শেষ গন্তব্য
তাই আর শোনা হয় না
শেষ রাতের লঞ্ছের হৃদয় বিদারক হুইসেল।


দেখতে দেখতে কয়েকটা বছর চলে গেলো আরো যাবে
যাবার যখন পালা যেতে তো হবেই ।
প্রতিটা ঘাটেই পালাতে চেয়েছিলে
কেউ পালাতে পারেনা
একদিন নিজ থেকে সব পলায়ন
তালাকের শব্দ শুনে
শুনতে হয় ।


কাঁচা চুল পাকা হয়
তৃপ্তির যৌবন আর অভিনয়
তাও ফুরিয়ে যায়।
কংশের বুকে ট্রেজার আসলে কি হবে
কংসের আর লাবণ্য নেই
নেই স্রোতস্বিনী স্রোত
ঠিক তোমার মতো হারিয়ে গেছে ।


দুপুরের চিকচিকে রোদের বোধে অবোধের জলে
মাছেরা খেলা করেনা
এপার থেকে ওপারে সাঁতরায়না দুষ্ট শিশুর দল।
একদিন শেষ হয় সব শেষ হয়
অহমিকা ক্লেদ
রক্ত গরম ক্ষমতার অদলবদল।


জীবনের নিক্তিতে সারাদিন ঘুমেই কাটিয়ে দেবে
তারপর ও দেখো
একটি ছায়া অবিরাম ঘুরে
মেঘের মতো
একটি হাসি হাসতেই থাকে
আদরে অনাদরে অবিরত
একটুকু সুখ বিন্দু হয়ে বৃত্তাকারে
স্তব্ধ।


অস্থির রাজ্যে আজ আর কড়া নাড়েনা
নাদানের প্রেম
কড়ায় গন্ডায় ভুরিভূজে আসক্ত আধুনিকতা
তুমিও আজ বেজান ঘুমে ।


কল্প রশ্মি হাঁটো হাঁটতে থাকো
যাও যত দুর যাওয়া যায়.
তোমার দেন মোহর আমার কবিতা
বাড়ে বৈ কমে নায়।


ভালোবাসা সে তো অধিকার
দূরে গেলেও বাড়ে হাহাকার
বাড়ুক না আরো ঝড় বৃষ্টি তুফান
রচনা হোক শত কোটি ছড়া উপন্যাস গান ।


তাই নিয়ে থেকো ভালো থেকো
ভালো রেখো মেঘেতে ঢেকে
আমিও আছি মেঠো পথে পাতায় পাতায়
জল জোছনায় ধুলো জল মেখে।


কল্পরশ্মি শেষ রাতের লঞ্চটি এখন আর ধর্মপাশা আসেনা
না আসুক আমি ঠিক আগের মতোই আছি
ইচ্ছে হলেই হুক্কায় টান দেই
সোনা বন্ধুর গান গাই
ডিঙ্গি আর ট্রলার নেই পাল ওড়ায়ে বাউলা গনের কোন কমতি নেই
কমতি নেই ভালোবাসা প্রেমের
শিশু জুয়ান বুড়ো এক কথায় ধেশ দশ সমাজ
কেউ আমাকে ছেড়ে যায়নি
আছি ধর্মপাশা মোহনগঞ্জ সিলেট ঢাকা ছাড়িয়ে দেশবিদেশে
চেলছি তো চলছিই
তুমি কি আছো ডানা মেলে ময়ুরের পেখম তুলে
না ঘুমের ট্যাবলেট খেয়ে নেশাখোর আধুনিকার তালে ।


সেদিন আমার কেউ ছিলোনা
সত্যিই ছিলোনা কেউ
রাতের কাছে রাত ছিলোনা ঘাতের কাছে জাত
তোমার জন্য কেউ ছিলনা
ছিলোনাকো প্রভাত ।


কল্প রশ্মি আমি আছি
সারা রাত জেগে আছি
কল্পনায় শুনে নেবো শেষ রাতের লঞ্ছের শব্দ
যেভাবে আজো কল্প সঙ্গমে রচনা করে যাই
তোমার আমার কাব্য ।।