আমার মনে আছে বেশ ভালো করে মনে আছে
বন্যার জলে যে কুকুরটা হাবুডুবু খেয়ে মরতে বসেছিলো
জান বাজি রেখে বাঁচিয়েছিলাম বলেই
আমার দুঃসয়ে কামড়িয়েছিলো পরানের পশু।


আমার মনে আছে বেশ ভালো করে মনে আছে
হারামজাদীকে শাহজাদী ভেবে ফুল দিয়েছিলাম বলেই
আমার অন্তিম সময়ে
একটু ও পানি দেইনি প্রেমের বাগানে।


যার যায় তার যায় আর কারো কিছু যায় না
এই হলো সংলাপ
বেঁচে থাকলে মামা না থাকলে পথ মাপ।


প্রতিবার বোরো ফসল বৈশাখে জলের তলে গেলেও
এবার ফাগুনের আগুনে ডুবো ডুবো
বেশ ভালো করে দেখি শকুন তো নেই
রাজকীয় শকুনের জীহবার লকলকানি
কৃষকের রক্তে মাংসে ধর্ষনের চাবুক ঢেলে
নগরের বুকে আলীসান অট্টালিকায়
ধুম ধারাক্কা বাজেট।


আমার মনে আছে মনে আছে বেশ ভালো করে মনে আছেে
একাতত্তকতরে যে রাজাকারের গোষ্ঠি বগল বাজালো
সেই রাজাকারের পাক পেয়াদা
আজও সুর তোলে নৃত্য করে
আদরে অনাদরে বলে জয় বাংলা।


আমার মনে থাকে কিছু কিছু মনে রাখতে হয়
সহজ সরল মুক্তিযোদ্ধার কপালেই জুটেছিলো মধুর করে
কয়েকটা গালি
তালি দিয়েও চোখ মুছতে পারেনি
বীর যোদ্ধারা।
এইতা সেদিন বেশি দূরে নয় প্রভাত ফেরিতে
কত ডিস্কোগানে রাঙ্গালো শহীদের লাশ
উপহাসের তিলক পড়িয়ে দিলো সযতনে শালার প্রজন্ম!


আার মনে আছে বেশ ভালো করে মনে থাকে
আমাকে যারা বেয়াদব ননসেন্স রাসকেল বলে
আমি তাদেরকে দেখেছিলাম জমিদার মহাজনের বগল তলে
অতপর কতযুগ ধরে শুনছি আরো শুনবো প্রিয় কথন
অতপর রাগবো !!!
ছু মন্তর ছু!
যাহ যাহ !
র..র...!!!!