সাগড়ের পাড়ে  বসে স্বদেশের মায়ায়
কাঁদতো যে
সে আমার প্রিয়তী
সবুজ  ঘাসের বুকে খালি পায়ে চলে যেতো
গ্রামের পর গ্রাম
আর হাসির ডানায়
যে উড়ে বেড়াতো সে আমার প্রিয়তী।
বাংলার নারী শাড়িতেই সুন্দরী
খোঁপায় ফুলের বেনীতে
দেখতো জীবনের রঙ
সে আমারি প্রিয়তী
সবাই দেখতো প্রিয়তীর গ্রীস্ম বরষা শরত
আর আমি দেখতাম শুধু প্রিয়তীর
হাসির ভিতর বিনাশী ইতিহাস।
কেন জানি এখানেই ঘুমিয়েছিলো
আমার গল্প কবিতা ও উপন্যাস।।