..


নূতন বলে আজ আর কিছুই লাগে না
সব যেন ছাপ ছাপ পুরাতন
কংসের জল বড়শির মাছ
মাঠের ঘাস বনের বাঁশ
পুকুরে ভাসা হংসদ্বয়।
মনে হয় খুব মনে হয় বুলা বুলির কথা
গাছ কাটার কথা
উৎরুঙ্গা ও চিপকাঠি দিয়ে দোয়েল ধরার কথা
মনে হয় খুব মনে হয়
তোমার মাথার বেনী খুলে গেলে
সযতনে কেশ বিনে বেঁধে দেয়ার কথা।
শীত আসে আসে প্রায়
কমলা রোদ উঠেতো
শুধু চেনা গীত অচেনা হয়
অভিনয় করে যায় তোমার মাথার বেনী
পথের পর পথ আর শীতেরা ।
নূতন বলে আজ আর কিছুই লাগে না
না রাজনীতি না প্রেম গীতি
সব যেন অতিথি পাখি কবেকার এক অতিথি ।।