তোমার ময়লা হাতে
আমি কখনো পুরুষ্কার নেবোনা
পারো যদি তীরষ্কার দাও
হাসি মুখে নেবো।
দেখতে পাচ্ছোনা চোখে
যে হাতে রক্ত সুদ ঘুষ খুন
আর লাশের চিৎকার
সে হাতে উপহার আমি নেইনা

থাকনা ফুল চাঁদের আলো মিশ্রিত
আলোকিত সয্যা
থাকনা বিশেষ্য বিশেষন
আর আহলাদের কাতুকুতু।


আমি না হয় এভাবেই চলে যাবো
প্রদীপ ছাড়া
অন্ধকারে হাঁটতে হাঁটতে
রক্তাক্ত হবো
তারপরও রক্ত পাহাড়ের অভিশাপে
পুড়তে পারবোনা
হে জড় পদার্থ সীমার।