আমরা তো মন খারাপের পসরা নিয়ে বসেই থাকি,
এই মন খারাপ বড়ো অদ্ভুত জানো তো
এদের নারী পুরুষের ভেদাভেদ নেই,
প্রিয় মানুষদের দেওয়া কষ্ট গুলো যেমন
যুগ -যুগান্তর এক থাকে--সেকাল একাল হয় না।
এই মন খারাপ গুলোও তেমনি,এদের দেশ কাল হয় না।
তারপর প্রিয় জনের অবহেলা গুলো সব
মিলে মিশে যায় এক সাথে!
মন তখন আরো পোড়ার কারণ খুঁজে।


তোমরা ছেড়ে যাও,আনন্দ করো
অংশ গ্রহন কর মহা যজ্ঞে,
চায়ের কাপ হাতে তুফান তোল,
আর সে ঝড়ে আমাদের খড়কুটো ঘর উড়ে যায়।
আমাদের রাত কাটে নীরব অপেক্ষা তে,
যেখানে কারো প্রবেশ নিষেধ।


আমাদের প্রিয়জন খুব কম
যারা আমাদের কথা শুনবে আমাদের কথা বুঝবে।
একটা সময় তোমরা সেখানে বাসা বাঁধো
প্রিয়জন হয়ে।
আমরা তোমাদের আঁকড়ে বাঁচার চেষ্টা করি।
স্বপ্ন দেখি হাজার তারার,
তারপর....তারপর আমাদের সে স্বপ্ন ভাঙে,
বাস্তবতায় ফিরে আমরা আরো একা হয়ে পড়ি।
অন্ধকারে বসে ভাঙা মন নিয়ে আরো একলা হয়ে পড়ি।


তখন এক একটা সময় বড্ড ইচ্ছে হয়
সব জ্বালিয়ে পুড়িয়ে দি,
কিন্তু তোমাদের মতো পারি না আমরা।
আমরা নারী বলে নয়!
আমরা পুরুষ বলে নয়!
আমরা আবেগী মানুষ বলে।
আমরা লাজুক,আমরা অদ্ভুত
আমরা এক বারের ভাঙা মন
আর জোড়া লাগাতে চাই না।
যা গেছে তা আমার নয় মেনে
সহজে হার স্বীকার করে মুখ লুকই অন্ধকারে,
প্রিয় মানুষ ভেবেছিলাম যাদের তারা কেউ প্রিয় নয়
তারা সময়ের সে মতোই ক্ষণস্থায়ী,
এটা আমরা মানতে পারি না,
আবেগী মানুষ বলে!
      


                                         তারিখ :-০৩/০১/২১
                                          সময়:-দুপুর ৩ টা