বিষের ব্যথা আজও অক্ষত ভারত জননীর বুকে
বিষের বাঁশি আজও বাজে সারা রাত থেকে-থেকে।
সাম্যের গান গাহেনা কেহ,এ হৃদয় পাষান বেদী
দুটি কুসুম গাছে ফোটে তবুও বিভেদিত নদ-নদী।


মানুষের রক্তে পূজিত বেদী,শোষণ প্রাচীন যন্ত্রে
মানুষ-মানুষকে মারছে,প্রাচীন একই মন্ত্রে।
বিভেদিত মন,বিকশিত নয় আত্ম অহংকারে,
মানুষ!মানুষ! ডাক দিয়ে যায়, মানুষ ভাগাড়ে পড়ে।


রাষ্ট্র আজও কসাই খানা, বয়োজ্যেষ্ঠ ভারে,
যুবক-যুবতী হারিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে।
অন্ধ আইনে বন্ধ চোখে, অরাজকতা জয়,
সাধারণ আজ শোষণ যন্ত্রে নিষ্পেষিত হয়।


অন্ধকারের এই দুর্দিনে ভরসা এখন তুমি
প্রদীপ হাতে আলোর পথে তুমি অগ্রগামী।
এসো হে বিদ্রোহী,এই দীন ধরার বুকে
সর্বহারা এখনো ক্লান্ত গভীর অসুখে।


                                     সময়:-সকাল ১০টা
                                     তারিখ:-১৭/০৫/২১