হাটে মাঠে ঘুরে বেড়ানো দর্শন লোভী মেয়ে,
চেয়ে দ্যাখো বসে আছে শুন্য মন্দিরে,
কদম ফুলের ডালি ধরে ক্লান্ত ভীষণ রাধা।
তোমার বিনে কানহু ওগো,শুধুই নীরবতা।
ভাসে রাধা চোখের জলে,মাটির পরে শুয়ে
বিরহে হারায়,মনের মাঝে তোমায় খুঁজে ফেরে।
কৃষ্ণ বিনে দিন চলে না,মনের কথা কেউ শোনে না,
যমুনা বয় আপন গতি নিয়ে।


কবে আসবে কানহু? তুমি প্রেমের ডালি নিয়ে।
কানহু তুমি ব্যস্ত বড় গোপিনী দের পেয়ে।
প্রেম পূজারী আমার রাধা আছে শুয়ে তোমার বিনে,
ক্লান্ত সে আজ ভীষণ ভাবে,বলবো আমি কেমনে।
কানহু তুমি স্বার্থপর সাজানো ডালি ধ্বংস করো,
আমার রাধা ছোট্ট যখন তার প্রেমকে আঘাত করো।


আমার রাধা আটপৌরে তোমার প্রেমিকা রাজ্যভর।
আমার রাধা একলা নারী ডরে ওগো তোমার বিনে,
প্রেম আছে প্রেমিক নেই,সহ্য করে বালিকা কেমনে?
আমার রাধা প্রেম পূজারী প্রেমিকা তারে বানালে কেনে?
রাধা আমার সহজ সরল,কেন করলে তার মন্দ
মনের মাঝে রাধার আমার অসুখ অবিরত।


আমার রাধার প্রেমকে তুমি দিয়ো না জলাঞ্জলি
রাধা আমার সহজ বড় কি করে বুঝিয়ে তোমায় বলি?
রাধা আমার শাকে ভাতের বাঙালি এক নারী
কিকরে বুঝবে,তোমার তো রাজ্যভর জারিজুরি।
যাও কানহু রাধার কাছে বাঁচাও তার পরান
তুমি বিনে রাধা আমার মৃত এক প্রাণ।