কিছু দুঃখ না হয় চাপাই থাকলো,
এ বুকের বালিয়াড়িতে।
কিছু কথা নাই বা রইলো আজ মনে
ভুলে গেলেই বা তুমি সময়ের ব্যবধানে।
জানি,সভ্যতার শর্তে সংঘাত হয়
চকচকে নতুন আর জীর্ণ পুরাতনে।
মরা গাছের মতো,দাঁড়ানো সম্পর্কটা
না হয় বন্ধ থাক আজ অন্য নামের কারণে,
শুধু তুমি ব্যাস্ত সারাদিন বলেই।


দেখা হয়নি পৃথিবীর অনেক কিছুই,
নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে।
যা কিছু জীর্ণ ও পুরাতন
সরে যেতে হয় এই পৃথিবীর নিয়ম।


কিন্তু আজ আর বলিনি কিছুই  তোমায়
বলিনি এমন কথা-যাতে আমার স্মৃতি  
তোমার চোখ ভরাই।
আবার বিরক্ত হয়ে আমার কথা ভাব এই ভাবনায়।
তোমার যোগ্য কোনোদিন ছিলাম না হয়তো
অথবা, খোঁজনি তুমি তেমন কিছু।
কথার কথা ভাবে,মিথ্যে প্রেমের নামে।


হাই রে মন আমার!তুই চিন্তা করিস বড়,
সকাল থেকে সন্ধে  একটা ভাবনায় এলো?
কেন একি চিন্তা বার বার করিস?
ভুলে যাওয়া নামের পিছে ছুটে ছুটে মরিস।
ভালোবাসা আলাদা জিনিষ,সহজ কথা নয়।
হাতের উপর হাত রাখাটা সহজ কাজ নয়।