গভীর রাতে একা থাকতে থাকতে
ক্ষত গুলোকে জাগিয়ে তুলি নিজের মতো করে;
প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে থাকি আমি,
ঘুম আসে না।


সমগ্র রাত্রি ধরে অপেক্ষা করতে করতে
বার বার রক্তাক্ত করি হৃদয়কে।
মনের বাঘিনী হিংস্র হয়ে আক্রমণ করে
নরম মনকে বার বার এক অভীষ্ট মৃত্যু লক্ষ্যে,
তবুও ঘুম আসে না।


যে পরম নিদ্রাতে সমগ্র পৃথিবী শুয়ে থাকে আমার
সে নিদ্রা বহুদিন-- বহুদিন আমার আসে না।
সে শান্তির ললিত স্বাদ আমি ভুলে গেছি বহুদিন।
আমি কেমন স্থবির হয়ে যাচ্ছি,
সমগ্র হৃদয় জুড়ে মাসিক খরচের জন্য ব্যথা আসে,
সে ব্যথা ভুলে আমি ঘুমোতে চাই শিশির রাতে,
আমি ভীষণ ভাবে ক্লান্ত আজ;
কিন্তু হায় ঘুম আসে না।



                      তারিখ:১৪/০৮/২০
                       সময়: রাত১১টা