পৃথিবীর সব আলো নিভে গেলে
তারাদের আলো মাপা যায়,
সব প্রেম মরে গেলে
শূন্য পৃথিবী অ-সুখ অনুভব করে,
মৃত মানুষের স্মৃতি পথ ভরে থাকে
তার ফেলে যাওয়া সমস্ত ভালোবাসা জুড়ে।
হারিয়ে যায় মহাকালের নিয়মে
সমস্ত প্রেম -ভালোবাসা,
ক্ষত বুকে রক্ত ঝড়াতে-- ঝড়াতে!


হারিয়ে যাওয়া কিছু অনুভূতি মন থেকে,
মরে যায় ঘুমন্ত প্রেমের শিশু
সম্পূর্ণ নিঃস্ব হয় কিছু না পাওয়ার যন্ত্রনায়।
ভিখেরীর মতো দাঁড়িয়ে থাকে
ল্যাংটো মনের শিশু
নিরন্তন ভালোবাসা খুঁজে ফেরে বার বার।


তবুও কেউ কেউ কথা রাখে
জীবন দুর্বিষহ করে দেওয়ার বজ্র প্রতিজ্ঞা নিয়ে
ভালোবাসার অভিনয় ধরে রাখে কেউ কেউ।
প্রতি রাতে শূন্য বাহু জুড়ে কেউ কেউ কথা রাখে।
কেউ কেউ মনে করিয়ে দেয় হৃদয়ের দৈনতা
আমাদের না দেখা--না পাওয়ার স্মৃতিপট....
জল ছবি জীবিত রাখে
কোনো ব্যভিচারী আকাশ,
তার সমস্ত নীল লাল রং দিয়ে।


যখন আততায়ীরা স্বৈরাচারী মতো
তুলেনেয় শাসন ভার,
পৃথিবীর সমস্ত হৃদয়ের প্রেম নত জানু হয়ে
হার স্বীকার করে,নিজেদের।
পৈশাচিক বিজয় উল্লাসে নগ্ন হয় সভ্যতা।


ডান থেকে বাম অলিন্দ জুড়ে যে ব্যবধান,
সে ব্যবধান বিশুদ্ধ আর অস্যুদ্ধের;
সে ব্যবধান শিরদাঁড়ায়!
সে যুদ্ধ কোনো দানব দানবীর নয়
সে যুদ্ধ তোমার-- আমার
ভাত পাওয়া আর না পাওয়ার।


হাড় পাঁজরা দামে বিক্রি হয় সততা
ভালোবাসা তখন বারবনিতা আচরণ করে,
পঙ্গু সমাজের বুকে সংস্কারের লোভে
বিক্রীত সভ্যতা গভীর থেকে কেউ কেউ হাত তোলে
হারিয়ে যাওয়া মানবতা হার মেনেও
বেঁচে ওঠার সামান্য চেষ্টা করে।
না পাওয়া শান্তির ;দারুন আঘাত থেকেও
কেউ কেউ কথা রাখে।


যখন বিজ্ঞান গায়ে চড়ায় জল্লাদের পোষাক
মানুষ খুনের অস্ত্র বানাই গোপনে
ঘৃণায় ভরে যায় পৃথিবী,
সমস্ত তারারা ভুলে যায় রাতজাগার পন
না খাওয়া মানুষ ভাতের গন্ধে দিশে হারা।
পৃথিবী আক্রান্ত করে নিজের হৃদয়কে বার বার,
তখন কেউ কেউ কথা রাখে।


সমাজ বিরোধীরা সাজানো বাগান ধ্বংস করে
রক্ত খড়্গ হাতে মেতে ওঠে বিজয় উল্লাসে,
ছোট্ট শিশু হাঁসতে --কাঁদতে ভুলে যায়,
ঝরা পাতা ,ফোটা ফুল
বাতাসে নড়ে না আর
ভুলে যায় তার সমস্ত দায়বদ্ধতা  মানুষের প্রতি,
পৃথিবী ভুলে যায় প্রেম--ভালোবাসার পরশ!
তখন কেউ কেউ কথা রাখে।


                                     সময়:রাত১১:০৫
                                     তারিখ:০৯/০৯/২০