চুরি হয়ে গেছে ছেলে বেলা আজ সভ্যতার অন্ধকারে,
শিশু মন আজ বদ্ধ হয়েছে-
আকাশ- বাতাস -মুক্তি ডেকে ডেকে ফেরে।
হারিয়ে গেছে খেলার মাঠ,
আজ আর নেই কোনো প্রয়োজন-
ইঁদুর দৌড়ে ছুটছে এখন অবুঝ শিশুর মন।


শিক্ষা নীতি -অর্থনীতি সবেতে পরাজয়।
সহনশীলতা-মানবিকতা কেবল অবিধানেই রই।


অন্ধ চোখের বন্ধ পাতায় দেখেছি কত অন্যায়
চুপ করে গেছি-স্বার্থ যেথায়!
নাই অন্য কোনো পথ ।


শিরদাঁড়া আজো সোজাই আছে,
শুধু স্প্রিং হয়ে গেছে-
ক্ষমতা বানের ক্ষমতার কাছে-নিজেই নত হয়েছে।


চুরি গেছে কত টাকার অঙ্ক,
জনতার ধন থেকে।
কারবারি-রা ক্ষুদ্র দিয়েছে,
বৃহৎ- স হস্তে গোপনে গিয়েছে খেয়ে।
তুবও তো  আমরা চুপ করে আছি-
ক্ষমতার ভয় থাকে।
মানুষ ভাবতে লজ্ঞা লাগে,
আয়না মুখ লুকাই মেঘের আড়ালে  থাকে।


তারিখ:-১৩/০৬/২১
সময়:-সকাল ১০ টা