দেশ ভাগের স্মৃতি
এখনো তাড়া করে বেড়ায়
আমার শিরায় শিরায়।


আমার রক্তাক্ত হাতে হাত রাখো
ও এ দেশী কন্যা সাথে থাকো।
বৃহৎ এ দেশে আজ আমি বিদেশি
নিজের দেশের মাটি তবুও আমি ভিনদেশী।


আর বাস্তু হারা হতে চাই না আমি
নোংরা রাজনীতির রক্তাক্ত খেলায়।
ও এ দেশী কন্যা হাত রাখো
আমার ক্লান্ত মনের পাতায় পাতায়।


কোথায় রাখবো আমি?
এত দুঃখ--শোক
হারানো সুরের গান
স্মৃতির চিত্র পট?


দাঁড়িয়ে আছে কাঁটা তার
হয়েছি উদ্বাস্তু,
ওপারে তুমি এপারে আমি
সর্বগ্রাসী রক্ত খেকো রাজনীতির খেলায়,
গঙ্গা--পদ্মা-- মেঘনার গভীরতায়।