কাঁদোরে মন দু হাত তুলে মহান খোদার পাক দরবারে


যেমন করে কাঁদতো আদম রাব্বানা জালামনা বলে


নিজের ভুলকে রেখে স্বরণ খেদ অনুতাপের অনলে


কাঁদো সদাই দুহাত তুলে রাব্বানা জালামনা বলে


কান্নার তরে এলো আদম ক্রন্দসী তার জীবন ধারা


কাঁদতে এলো খোদার নবী ঈব্রাহীম ইউনুছ মুসা ঈসা।


আজো শুনি প্রাণের  নবী মোদের দুঃখে কাঁদেন সদা !


মায়ার বাধন ছিন্নকরে মন দরিয়ায় জাগাও তুফান,


তোমার বিভ্রান্তি,অজ্ঞানতা,কপটতায় ঢাকা তুমার।


আল্লার ভয়ে যে চোখ কাঁদে থাকে সদা নিদ্রা হারা


নরকানল যাবে নিভে পড়লে সে নয়নের ধারা