ফাগুনের আগুন লাগা সকালে আমি খুজে বেড়াই শুধু তোমাকে।
তোমায় প্রাপ্তির আশা অঙ্কুরিত উদ্ভিদের মতো জন্মে বুকে।
ফাগুনের আগুন লাগা দুপরে আমি খুজে বেড়ািই শুধু তোমাকে।
তোমায় প্রাপ্তির আশা পুষ্পকলি হয়ে ফুটে আমার বক্ষজুড়ে।
ফাগুনের আগুন লাগা সন্ধ্যায় আামি খুজে বেড়াই শুধু তোমাকে।
তোমায় প্রাপ্তির আশা প্রস্ফুটিত পুস্প হয়ে পাপড়ি মেলে ধরে।
ফাগুনের আগুন লাগা রাত্রিতে আামি খুজে বেড়াই শুধু তোমাকে
তোমায় প্রাপ্তির আশা পুস্পরেণু হয়ে সঞ্চিত পুস্পরস সমর্পণ করে
হে প্রিয় তুমি গ্রহন করো আমার পুস্প কাননের সমস্ত আয়েজন