দুঃখ নিয়ে দুঃখ করোনা দুঃখ খোদার অমুল্য দান
ধৈর্য ধরে গেয়ে যাও ভাই,
খোদা প্রেমের অমিয় গান।
কষ্ট নিয়ে কষ্ট পেয়োনা কষ্ট খোদার যাচাই কাঠি
কষ্টের মাঝেও রেখ স্বরণে,
জ্বাগিয়ে নিশিতে প্রেমো আঁখি।
বেদনা নিয়ে ব্যথিত হয়োনা,বেদনায় জ্বাগায় ব্যথিত পরাণ।
ব্যথিত পরাণে গাও তারই গান.
উড়াও মনে বিজয় নিশান।
জেনে রেখ ভাই খোদা প্রেমের রাস্তা নয়তো কুসুম কান্তি।
দুঃখ কষ্ট বেদনার মাঝেও,
লভিবে পরাণে পরম শান্তি।
ধৈর্যশীলদের সাথে থাকেন মহান খোদা পাক পরোয়ার
এই ভেবে মনে শান্তি পাবে
কাটবে মনের সকল আঁধার
করে সৃষ্টি কন্টক ময় সাজরাতুল একিনের বৃক্ষ
ময়ুর রুপে নূরে মোহাম্মদী
বসিয়ে দিল সেই ডালেতে
সত্তুর হাজার বছর কাঁটল খোদার বিরহ স্তুতি গেয়ে
বিরহ বেদনা দুঃখ যাতনা,
হল সৃজন তখন থেকে।
আনকাবুতের পাক কালামে বলেন খোদা পাক পরোয়ার
মানুষ ভাবে পরীক্ষা কি,
মোরা হলাম খাটি ঈমানদার!
জানিয়া রাখ তোমাদের পূর্বে হল য়ারা আমার প্রিয়
তাদেরও আমি লই পরীক্ষা,
বাদ যায়নি তারা কেহ।
চিশতী উদ্দ্যানের প্রজ্বলিত সূর্য়্য হুজুর খাজা মঈনোদ্দিন
দু’হাত  উঠিয়ে বলতেন শুধু.
যত বালা মসিবত মোর নামে দিন।