এক আদমের সন্তান মোরা,
চেয়ে দেখো ভাই কোর-আনে
আরো প্রমান নিতে চাও যদি
দেখো বাইবেল পুরাণে।
ধরনীকে করে নাট্যশালা
খেলিতেছে নটরাজ
তার বিধানের ব্যাত্যয় হলে
পড়িবে গলে ফাঁস !
দেখো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
এক সুরেতে গায় তারই গান,
সেজে বাঞ্চাতে তার সৃজিলো ধরনী
জাতের বিচার আমরা না টানি
এসেছো পূর্ণ করতে ধরায়,
তার লেখা ইতিহাস।
শর্তগুলি কি গিয়াছো ভুলে
শপথ করে তুমি এসেছিলে
সৃষ্টিকে তব ভালবেসে প্রভু
করিবো তোমায় লাভ।
আজ তোমারই কর্মগুনে
ভবার্ণবে সব্ই ভুলে,
কিসের আশায় ভাঙ্গিতে চাহ
তাকে দেয়া আশ্বাস?
মানব হৃদয়ে করিয়া আঘাত
ভাঙিলে তুমি খোদারই আবাস
তার মসজিদে পড়িয়া নামাজ ,
দেখিতে চাহ স্বর্গের আকাশ?
ভেঙ্গেছো মন্দির ভেঙ্গেছো বিহার
দিয়েছো আগুন মসজিদে
এত অনাচার করেও তোমার
মিটেনি মনের ক্ষিদে?
কত আলোকিত জন পার হয়ে যায়
আল কোর আনের গুনে!
তুমি গত্যান্তরে পুড়ালে তারে,
তোমাদের দেয়া আগুণে !
মানব রূপেতে ভবেতে এসে
পুড়েছো আদম জাত,
মানবতা ভুলে দানব রূপেতে
তুমি হয়েছো বজ্জাত।
তোমার মনের গহীন কোনে,
চেয়ে দেখো একবার।
তোমার পাপের কলুষিত বোঝা
আছে কেউ বহিবার ?