অনেক কিছু আছে তাহার
আমি শুধু নাই,
এতকিছুর মাঝে তবু কেন
মোরে খোঁজ হায়।


অনেক পড়ার পরে খোঁজ
আমার লেখা গল্প,
ভাবছ তুমি কাব্য বিশাল
আসলে তা অল্প।


অনুভূতির পাঁচটি দুয়ার
খুলে রাখ সবটি,
বিরহের ওই বিষে জ্বলে
পুড়ে মরে মনটি।


তারি খোঁজে দশদিকে যে
ঘুরছি সারা নিশিদিন
পাইনি তারে স্বপন ফুরায়
হলাম আজি গৃহহীন।


হৃদয় পুটে জড়িয়ে গেছে
অনুরাগের মায়া জাল
পুজার ফুলের মত জীবন
চলছে যেন চিরকাল।


নয়নের নীরে গাহে গীত
ওই মরু-পথে যারা
মমতা আর প্রেমের টানে
সন্ন্যাস হয়েছে তারা।


মরে গেছে ইচ্ছে আমার
স্বপ্ন পুড়ে হলো ছাই
চাঁদ ডুবেছে অভিমানে
চুপে চুপে নিরুপায়।