এই লেখা ব্যাথিতের এই লেখা বিরহের
এই লেখা প্রেমিকের জাগারিত  প্রাণের
বেদনা বিধুর এই লেখা
আছে শুধু ভালোবাসা
এই লেখা দুখিনীর সুললিত তানের।


এ লেখা আমার প্রাণ খুলে গাওয়া
তোমার বিনিময়ে এ খ্যাতি পাওয়া
এ মহাকাব্যের ভাষা
প্রাণ খুলে কান্না-হাসা
এ লেখা বঞ্চিতের প্রতিবাদী হওয়া।


এ লেখা ক্ষুব্ধ কবির শব্দের খেলা
পরম মমতার তালে সব কথা বলা -
পারোনি কভু কাড়তে
অকারণে আমাকে মারতে
এ লেখা জীবনের দীপশিখা জ্বলা।


এই লেখা বেঁচে রবে প্রাণে প্রাণে
ব্যাথিতের মনে আর পাখিদের গানে
এর মান রাখবে
ফিরে ফিরে আসবে
এ ব্যথা বুকে নিয়ে মাঝি দাঁড় টানে।


এ লেখা জীবনের জয়গান গাওয়ার
সব বাধা টুটে মুখ ফুটে সব কথা বলার
বাধার বিন্ধ্যাচল টুটবো
ফুল হয়ে ফুটবই ফুটব
আত্মদানের এ লেখা শিল্পিত চিত্র-কলার।