হৃদয়েতে বসাইলাম চাম সুন্দরী
কি বুঝেশুনে গো এই দুনিয়ায়
চিন্তা করে কূলতো পাইনা আমি
কি ঢোকালাম মনের ঘরে হায়।


আমি ভালো কিছু করতে গেলে
সে যে বিদ্বেষ বিষে জ্বলে
শুধু শুধু তাহার চিন্তায় ছুটে ছুটে
সবকিছু গেলো রসাতলে।
তাহারও পাছে সময় দিতে দিতে
সর্বনাশের আর দেরি নাই।


আরে এদুনিয়ায় কেউ কারো না
ভাবলে আমার মাথা ঘুরায়।
এমন কেমন জালিম বন্ধু সেযে
তার লাজ লজ্জা শরম নাই
জাতের মেয়ে কালো ভালো গুরু-
জনে কয় আমি ভেবে মরে যায়
কি পেলাম আমি কি যে চাই।