রূপসীরে তোর চারিধারে গুণের ভাই
অভাগা এই আমার কেহ কোথা নাই  
কেমনে যাব আমি নীলপরীর দেশে।


অসহায় আমি যত করি সাজ সাজ
মাতাল মাথায় পরিগো সোনারতাজ
কেমনে যাব আমি নীলপরীর দেশে।


উঁচুনিচু ভেদাভেদ আছে প্রতি কাজে
ঝড়,ঝঞ্জা শিলাবৃষ্টি, বজ্রধ্বনি বাজে
কেমনে যাব আমি নীল পরীর দেশে।


নীল পরী সাজে মাথায় সোনার সিঁথি
দেখিতে বাহার গলাতে চন্দ্রহার বিথি
কেমনে যাব আমি নীলপরীর দেশে।


নীল পরীর কাপড় করে যে ঝিলমিল
কত সাজে সাজিলো করে মিলঝিল
কেমনে যাব আমি নীল পরীর দেশে।