তুমি যে আমার চিরদিন এ জীবনে
ব্যাথা হয়ে যেন ফিরে আস বারবার
কন্ঠের এই বিরহ গান আমি আজ
ভালোবেসে তারে দিয়ে যাব উপহার।


ফুল দলে ছাওয়া তার শুভ লগনে
তাহার দু নয়ন ভরা রঙিন স্বপনে  
হৃদয়ে সুখের ছোঁয়া সাতরঙা ঢেউ
জানি না কিভাবে পাব অধিকার।


ফাগুনের বাঁশি বাজে যে বুকেতে
যে মন-প্রাণ দোলে সুখ সাগরেতে  
পিপাসায় কাতর এই আমি যেন ঐ
রিমঝিম বৃষ্টিতে পদধ্বনি শুনি তার।