আয় রে আয় মেঘরানী
গা ধুয়ে ফেলা পানি
ডোবা অতলে গলা খানি
যেন কারবালা ময়দানি
দে রে আল্লা প্রশান্তি আনি।


কালো মেঘ সাদা মেঘ
আয় না রে দু'ভাই
এক পশলা বৃষ্টি দে রে
কলজে পুড়ে ছাই
আয় রে আয় আয়
আয় রে আয় মেঘরানী।।


যৌবনে পড়ল খরানি
সারা দেহে চুলকানি
পরানধনে অন্তর্গ্লানি
বৃক্ষ ছায়ে গুলতানি
ঝরঝরাইয়ে দে চুবানি
আয় রে আয় মেঘরানী।।